• ঢাকা
  • শনিবার, ৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নরসিংদী জেলা পুলিশের ‘বডি ওর্ন’ ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ ফেরুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৩৬ পিএম
পুলিশের ‘বডি ওর্ন’ ক্যামেরা কার্যক্রম
পুলিশের বডি ওর্ন’ ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলা পুলিশের ‘বডি ওর্ন’ ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এখন থেকে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ এবং থানা পর্যায়ে কর্মরত সদস্যদের ‘বডি ওর্ন’ ক্যামেরা ব্যবহার কার্যক্রম শুরু চলবে। পর্যায়ক্রমে নরসিংদী জেলার সকল ইউনিটে ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হবে।

বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারি নরসিংদী শহরের ভেলানগর জেলা খানার মোড়ে পুলিশ সদস্যদের শরীরে ‘বডি ওর্ন’ ক্যামেরা লাগানোর মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ১ম পর্যায়ে ৭ থানায় ৭টি এবং ট্রাফিক বিভাগে ৮টি ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হয়েছে।

‘বডি ওর্ন’ ক্যামেরার মাধ্যমে মাঠ পর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা হবে। পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি আনতে এই উদ্যোগ। একজন পুলিশ সদস্য এই মুহূর্তে কোথায় আছেন, কী দায়িত্ব পালন করছেন- সেটা বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে নজরদারি করা হবে।

ঢাকানিউজ২৪.কম / বোরহান মেহেদী/কেএন

আরো পড়ুন

banner image
banner image