• ঢাকা
  • সোমবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জামালপুরে প্রথম এসি বাস সার্ভিস উদ্বোধন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:১৮ পিএম
জামালপুরে
প্রথম এসি বাস সার্ভিস উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : জামালপুরে যাত্রী সাধারণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই প্রথম জামালপুরে দুটি এসি বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামালপুর কেন্দ্রীয় বাসটার্মিনালে এ দুটি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এসময় শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, যাত্রীসেবার মান বৃদ্ধির জন্য সড়কপথে এই প্রথম দুটি এসি বাস সার্ভিস চালু করা হয়েছে। জামালপুরের অধিকাংশ মানুষ সড়ক পরিবহনের উপর নির্ভরশীল। যে কারণে এখানে যাত্রীসেবার মান বাড়ানো খুবই জরুরি।

তিনি আরও বলেন, মানুষ প্রতিনিয়ত এই সড়কপথে যাতায়াত করে। কিন্তু ঢাকা যাতায়াতের জন্য যে পরিবহন ব্যবস্থা প্রয়োজন সেই উন্নত সমৃদ্ধ পরিবহন ব্যবস্থা আমরা করতে পারেনি জামালপুরে। তারপরও বর্তমান মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের উদ্যোগে জামালপুর থেকে ঢাকায় এসি বাস সার্ভিস চালু করার যে উদ্যোগ নেয়া হয়েছে জামালপুরবাসীর পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই। এসময় তিনি এসি বাস সার্ভিসের ফিতা কেটে উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জার্নিস, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক এস এম মোসাদ্দেক আলী মোহন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শেখ মো. আব্দুস সোবহান, যুগ্ম-আহ্বায়ক মো. হারুন অর রশীদসহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জার্নিস জানান, জামালপুরে দুটি এসি বাসের উদ্বোধন করা হলো। আমরা চেষ্টা করবো যাত্রীসেবার মান বৃদ্ধির জন্য পর্যায়ক্রমে আরও বাস চালু করা যায় কিনা। যাত্রীরা জামালপুর থেকে সীমিত ভাড়া দিয়ে ঢাকায় যাতে যেতে পারে সে চেষ্টায় আমাদের থাকবে।

উল্লেখ্য, এমআর ট্রাভেলসের এই এসি বাস জামালপুর থেকে প্রতিদিন সকাল ৮টা ও বিকেল ৫টা ৩০ মিনিট ছেড়ে যাবে। এছাড়া গাবতলী কল্যাণপুর থেকে জামালপুরের উদ্দেশ্য ছেড়ে আসবে সকাল ৮টা ও বিকেল ৫ টা ৩০ মিনিটে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image