
আন্তর্জাতিক ডেস্ক: এই প্রথম করোনাভাইরাসের মহামারি শুরুর পর চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলা হয়, শুক্রবার বেইজিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। শীতকালীন অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে প্রায় দুই বছর পর বেইজিং সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন সময়ে এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে।
ধারণা করা হচ্ছে, দুদেশের মধ্যে ইউক্রেন ইস্যুতে বিস্তারিত আলোচনা হতে পারে। এ ইস্যুতে ইউক্রেন সীমান্তে সামরিক উপস্থিতি বাড়িয়েছে রাশিয়া। এর পাল্টা পদক্ষেপ হিসেবে পূর্ব ইউরোপে সামরিক উপস্থিতি বাড়িয়েছে পশ্চিমা দেশগুলোর জোট ন্যাটো। এ বৈঠকের পর তাঁরা যৌথ বিবৃতি দেবেন।
এর মধ্যে নিরাপত্তা ইস্যুও থাকবে বলে জানিয়েছেন পুতিনের এক শীর্ষ উপদেষ্টা। বর্তমানে চীনে করোনাভাইরাস মহামারির প্রকোপ কমে এসেছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: