• ঢাকা
  • সোমবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দিনাজপুরে পল্লী বিদ্যুত অফিসের মিটার রাইটার জুলফিকার গ্রেফতার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:৩৭ পিএম
দিনাজপুরে পল্লী বিদ্যুত অফিসের
মিটার রাইটার জুলফিকার গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলেজ ছাত্র রবিউল ইসলাম রাহুল (১৭) কে হত্যা ও ছাত্র জনতা মিছিলের উপর হামলা মামলায় এজাহার নামীয় আসামী জুলফিকার আলী( ৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার জুলফিকার আলীর গ্রেফতারের সংবাদ নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন। 

গ্রেফতার জুলফিকার আলী দিনাজপুর পৌর  সভার গোলাপবাগ (লেবুর মোড়) এলাকার মোজাম্মেল হকের ছেলে।

দিনাজপুর কোতোয়ালি থানায় তদন্ত অফিসার শাহীন জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার বিকালের দিকে আত্মগোপনে থাকা জুলফিকার আলীকে  দিনাজপুর শহরের সুইহারি এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা সহ চাঁদাবাজি মামলা রয়েছে। আসামি জুলফিকার আলী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে ছাত্র জনতার মিছিলের উপর হামলার ঘটনার প্রাথমিক তদন্ত করে ঘটনা সত্যতা পাওয়া গিয়েছে। তিনি আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে দীর্ঘদিন প্রভাব বিস্তার খাটিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন।

জানাযায়  দিনাজপুর বিদ্যুৎ অফিসের ইলেকট্রিক মিটার রাইটার হিসেবে কাজ করা কালিন সময় দৈনিক হাজিরা ভিত্তিক কাজ করলেও এখন কোটি কোটি টাকার মালিক  জুলফিকার আলী। তিনি  দিনাজপুর জেলার বিদ্যুতের মিটার গ্রাহকদের নিকট থেকে  মিটার প্রতি ৫ হাজার টাকা অতিরিক্ত প্রদান করতে হতো। যার মধ্য থেকে প্রতি মিটারে এক হাজার পাঁচশ টাকা সাবেক জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের নিকট পাঠিয়ে দিত আর বাকি সাড়ে তিন হাজার টাকা তিনি নিজের কাছে রেখে দিত। এখন সে কোটি কোটি টাকার মালিক। অবৈধভাবে অর্থ উপার্জন করায় জুলফিকার আলী  দিনাজপুর শহরের বিভিন্ন জায়গায় জায়গা, বাড়ি, দামি গাড়ি সহ সম্পদের পাহাড় গড়ে তুলেছে। 

দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন জানান গ্রেফতারকৃত জুলফিকার আলীর বিরুদ্ধে একটি হত্যা মামলা ও একটি চাঁদাবাজি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image