• ঢাকা
  • সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব জাসদ-এলডিপির


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ৩১ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:৩৬ পিএম
সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের সাথে কর্নেল (অব.) অলি আহমদ

নিউজ ডেস্ক:  নির্বাচনের আগে বর্তমান সংবিধানের আলোকে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি)।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া এবং এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, সংস্কার হওয়ার আগে কোনো নির্বাচন হওয়া কোনো অবস্থাতেই বাঞ্চনীয় না।যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হতে হবে উল্লেখ করে তিনি বলেন, এটা অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল ও দেশের জন্য ভালো। কিন্তু সংস্কার হওয়ার আগে কোনো নির্বাচন হওয়া কোনো অবস্থাতেই বাঞ্চনীয় না। সংস্কার সম্পন্ন করতে হবে। দেশের মানুষের মাঝে মনুষ্যত্ব ফিরিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, যারা হাসিনার পদলেহী ছিল তাদের এখনও চাকরিচ্যুতি হয়নি। দুর্নীতির অভিযোগে কোনো তদন্ত শুরু হয়নি। একজন লোককে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করলে সমস্যার সমাধান হবে না। যারা প্রকৃত পক্ষে দোষী, দেশের শত্রু, জনগণের শত্রু তাদেরকে জেলে ঢুকাতে হবে, কঠোর ব্যবস্থা নিতে হবে।

জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, পুলিশ সংস্কার একটা বড় কাজ। রাষ্ট্রের জন্য পুলিশকে তৈরি করা, কালো আইন বাতিল। পুরো বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে।

চুরি, দুর্নীতি সামাল দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, দণ্ডিত দুর্নীতিবাজরা যাতে কোনোদিন নির্বাচনে আসতে না পারে। কালো টাকা বাংলাদেশর রাজনীতিতে রিসাইকেল না হয়, সেদিকে কঠোর নজরদারি করতে হবে।

ঢাকানিউজ২৪.কম / এইচ

আরো পড়ুন

banner image
banner image