
মোহাম্মদ রেজওয়ান আলী, ইব্রাহিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর বিরামপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
২৫ ফেব্রুয়ারি দিনাজপুর বিরামপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন,খায়রুল আলম রাজু, চেয়ারম্যান উপজেলা পরিষদ বিরামপুর।
আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ আক্কাস আলী মেয়র বিরামপুর পৌরসভা, পরিমল কুমার সরকার উপজেলা নির্বাহী অফিসার বিরামপুর, সুমন কুমার মহন্ত বিরামপুর থানা অফিসার ইনচার্জ, ডাক্তার বিপুল কুমার চক্রবর্তী প্রাণিসম্পদ অফিসার বিরামপুর, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক মশিহুর রহমান সহ সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উক্ত প্রদর্শনী মেলায় প্রাণিসম্পদের বিভিন্ন জাতের প্রাণী প্রদর্শন করা হয়েছে। যার মধ্যে রয়েছে বিভিন্ন জাতের গরু ছাগল হাঁস মুরগি কবুতর পাখি ঘোড়া সহ বিভিন্ন জাতের পশু পাখি প্রদর্শনী চিত্রে দেখা যায়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: