নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলায় অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের জন্য ১'শ ৫৫ মেট্রিক টন জিআর চাল ও ১০ লাখ নগদ টাকা (জিআর ক্যাশ) বরাদ্দ দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুস মিয়া পৃথক দুটি চিঠিতে চাল ও নগদ অর্থ বরাদ্দ দেন।
বরাদ্দকৃত চালের মধ্যে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় ৩০ মেট্রিক টন, রায়পুরে ২৫ মেট্রিক টন, রামগঞ্জে ৫০ মেট্রিক টন, রামগতিতে ২০ মেট্রিক টন ও কমলনগরে ৩০ মেট্রিক টন রয়েছে।
বরাদ্দকৃত টাকার মধ্যে লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলার জন্য দুই লাখ টাকা করে দেওয়া হয়।
লক্ষ্মীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুস মিয়া জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চাহিদা অনুযায়ী ও জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক চাল ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়।
লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলায় গত কয়েকদিনের অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এতে লক্ষ্মীপুর জেলায় প্রায় ৬ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন৷
অন্য দিকে গত ২দিন ধরে নোয়াখালীর বন্যার পানি লক্ষ্মীপুর জেলার সদরের পূর্বাঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে। ফলে পানির উচ্চতা বেড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: