• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ৩০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ময়মনসিংহে র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়, অস্ত্রসহ আটক ৪


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০১:৫৫ পিএম
ময়মনসিংহে র‌্যাবের সঙ্গে গুলিবিনিময় এবং আটক ৪
দুর্বৃত্তদের আটকের ছবি

নিউজ ডেস্ক: ময়মনসিংহ নগরীতে র‌্যাব সদস্যদের সঙ্গে দুর্বৃত্তদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে, র‌্যাব তাদের ‘জঙ্গি’ বলে দাবি করছে।

শনিবার ভোরে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে এ ঘটনা ঘটে। এসময় অস্ত্রসহ চার ‘জঙ্গি’ আটক করেছে র‍্যাব। র‌্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার হান্নানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নগরীর ঢোলাদিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদে একটি ইঞ্জিনচালিত নৌকায় কয়েকজন জঙ্গি অবস্থান করছেন এমন খবর আসে। খবর পেয়ে রাতেই র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল অভিযান শুরু করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ছোড়া শুরু করলে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। এসময় জঙ্গি দলটি পালিয়ে যেতে চেষ্টা করে। পরে র‌্যাব ঘটনাস্থল থেকে চার জনকে আটক করে।’

তিনি জানান, এসময় তাদের কাছ থেকে গুলিভর্তি একটি বিদেশি রিভলভার, তিনটি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

সৃত্র আরও বলেন, আটককৃত চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযান সম্পর্কে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

ঢাকানিউজ২৪.কম / মো: নজরুল ইসলাম

আরো পড়ুন

banner image
banner image