• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ডিপ্লোমা প্রকৌশলী চাকরি মেলায় ৩৩ জনকে নিয়োগ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৩৪ পিএম
চাকরি মেলায় অংশগ্রহণ করেন
ডিপ্লোমা প্রকৌশলী চাকরি মেলা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:   সোমবার  সকালে  ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে পলিটেকনিক হোস্টেল  মাঠে ডিপ্লোমা প্রকৌশলীদের বিশাল চাকরি মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

মেলায় চাকরি প্রত্যাশীদের উপচে পরা ভিড় দেখা যায়। দেশের  স্বনামধন্য বিভিন্ন কোম্পানিতে তেত্রিশ জনকে সরাসরি নিয়োগপত্র দেওয়া হয়। তিন  সহস্রাধিক চাকরি  প্রত্যাশী উপ-সহকারী প্রকৌশলীর আবেদনপত্র ও জীবন বৃত্তান্ত জমা দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ শওকত হোসেন।

দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান মিলে প্রায় ৩৫টি স্টল চাকরি মেলায় অংশগ্রহণ করেন। পছন্দের প্রতিষ্ঠানে চাকরি নিতে বায়োডাটা জমা দিয়েছেন দক্ষ শিক্ষার্থীরা।

পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ শওকত হোসেনের   সভাপতিত্বে চাকরি মেলা অনুষ্ঠানে প্রধান  অতিথি ছিলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পিআইডব্লিউ এর পরিচালক যুগ্ন সচিব এ.ওয়াই এম জিয়াউদ্দিন আল মামুন।

বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের পরিচালক  ফরিদ আহমেদ, হিউম্যান রিসোর্স ও ক্রাউন সিমেন্টের জেনারেল ম্যানজার এবিএম ইউসুফ আলী খান সহ অন্যান্যরা।

প্রধান অতিথি এ ওয়াই এম জিয়াউদ্দিন আল-মামুন প্রতিটি স্টল পরিদর্শন করেন।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image