
মশিউর রহমান সেলিম, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা দক্ষিনাঞ্চলের বানিজ্যিক নগরী খ্যাত লাকসাম পৌরশহরের দৌলতগঞ্জ বাজার নোয়াখালী রেলগেইট সংলগ্ন এলাকায় বিদেশী আদলে বনার্ঢ্য আয়োজনে হাজী বিরিয়ানী এন্ড কাচ্চি ঘরের উদ্ভোধন করা হয়েছে।
রবিবার বিকালে ৪নং ওয়ার্ড সদর রোডের পাশে এ রেস্তোরাটির ৩য় শাখা উদ্বোধন করা হয়।
এ রেস্তোরার ব্যবস্থাপক মোঃ ইয়ামিন বাবুর্চির সভাপতিত্বে উদ্ভোদ্বনী অনুষ্ঠানে লাকসাম পৌর কাউন্সিলর আলহাজ্ব আবদুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, মোকছোদ আলী টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির হোসেন, ওই প্রতিষ্ঠানের পরিচালক আরিফুর রহমানসহ রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক এবং লাকসাম-মনোহরগঞ্জের সার্বজনীন লোকজন উপস্থিত ছিলেন।
উক্ত রেস্তোরায় নতুন আঙ্গিকে বাসমতি চাউলের কাচ্চি, স্পেশাল শাহী মোরগ পোলাও, গরুর তেয়ারী,ডিম পোলাও ও স্পেশাল বোরহানী পাওয়া যাবে। এছাড়া যে কোন অনুষ্ঠানের জন্য ২৪ ঘন্টায় গরম গরম টাটকা খাবার অর্ডার নেওয়া হবে। দেশীয় নানাহ খাবার পরিবেশনের অঙ্গিকার নিয়ে এ রেস্তোরাটি পদ যাত্রা শুরু করেছেন।
এ ব্যাপারে ওই রেস্তোরার পরিচালক মোঃ ইয়ামিন বাবুর্চি জানায়, লাকসাম পৌরশহর টি স্মার্ট সিটিতে নানাহ আয়োজন নিয়ে এগিয়ে যাচ্ছে। দক্ষিণ কুমিল্লার নাগরিকদের খাবারের চাহিদা মিটাতে বিদেশী আদলে উন্নত খাবার তৈরীর মধ্যদিয়ে এ রেস্তোরার অঙ্গিকার।
ঢাকানিউজ২৪.কম / মশিউর রহমান সেলিম
আপনার মতামত লিখুন: