• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ঢাকা কলেজে ছাত্রাবাসে শিক্ষার্থীদের অভিযান: দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৭ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:২৮ পিএম
ঢাকা কলেজে, ছাত্রাবাসে, শিক্ষার্থীদের, অভিযান, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য, উদ্ধার
ছবি -সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঢাকা কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগ নেতাদের বিভিন্ন কক্ষে অভিযান চালায় সাধারণ শিক্ষার্থীরা। এ অভিযানে তারা দেশিয় অস্ত্র, হকিস্টিক, হেলমেট এবং মাদক সেবনের উপকরণসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করে।

শনিবার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে শিক্ষক, শিক্ষার্থী এবং গণমাধ্যমের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।

শিক্ষার্থীদের দাবি, ৫ আগস্টের ঘটনার পর ছাত্রলীগ নেতাদের সহযোগিতায় শিক্ষকরা হল থেকে অস্ত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। শিক্ষার্থীরা হলগুলোতে নিয়মিত শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা চান। পাশাপাশি তারা গেস্ট রুম সংস্কৃতি ও শিক্ষকদের রাজনৈতিক সম্পৃক্ততার অবসান দাবি করেন।

অভিযানকালে হলের কর্মকর্তা-কর্মচারীরাও শিক্ষার্থীদের সহযোগিতা করেন। শিক্ষার্থীরা জানান, তাদের আশঙ্কা ছিল যে, হলগুলোতে বিদেশি আগ্নেয়াস্ত্রও থাকতে পারে। যদিও পুরো ছাত্রাবাসে অভিযান চালানো সম্ভব হয়নি, তারা ছাত্রলীগ নেতাদের কক্ষগুলোতে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করতে সক্ষম হন। শিক্ষার্থীদের মতে, সন্ত্রাসী কার্যকলাপের জন্য হল প্রভোস্টদের সহায়তায় আগ্নেয়াস্ত্রগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

 

ঢাকানিউজ২৪.কম / জেডএস

আরো পড়ুন

banner image
banner image