
নিউজ ডেস্ক: কাশ্মীর নিয়ে তালেবানদের পলিসি কি হবে সেটা তালেবান নেতৃত্ব এখন না বললেও পাকিস্তানের ক্ষমতাসীন পার্টি তেহারিকে-ই-ইনসাফ পার্টির নেতা নীলম ইরশাদ শেখ একটি টিভি টকশো বিতর্কে বলে দিয়েছেন।
নীলম বলেন, তালেবান সরকার ঘোষণা করেছে কাশ্মীরে পাকিস্তানের সঙ্গে তারা আছে। যদিও তালেবান এর আগে ঘোষণা করেছিল কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ও দ্বিপাক্ষিক ইস্যু। তালেবান এসবের মধ্যে নেই।
নীলম যখন এসব জোর গলায় বলছিল তখন টকশোর সঞ্চালিকা তাকে বার বার মনে করিয়ে দিচ্ছিলেন তিনি যা বলছেন তা জেনে বুঝে বলছেন কিনা। এসব বলার কারণে কি পরিস্থিতি তৈরি হতে পারে। সে বিষয়ে তার কোনো ধারণা আছে কিনা। নীলম এসব শুনেও বলতেই থাকেন তালেবানরা অবশ্যই কাশ্মীরে আমাদের সহায়তা করবে। কারণ তাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করা হয়েছিল।
প্রসঙ্গত, বহু আগে থেকেই আফগান সরকার পাকিস্তানের ও দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই এর বিরুদ্ধে অভিযোগ করেছিল তারা তালেবানকে লালন পালন করছে।
সুত্র. এনডিটিভি
ঢাকানিউজ২৪.কম / সুমন দত্ত
আপনার মতামত লিখুন: