নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য খুব শিগগিরই বিদেশে নেয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, "আল্লাহ যদি রহম করেন, তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। ম্যাডামের জন্য সবাই দোয়া করবেন।"
শুক্রবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল দেশের বর্তমান অবস্থাকে "ভাসমান" বলে উল্লেখ করে জানান, "একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চক্রান্ত করছে। শেখ হাসিনা ভারতে বসে কোনো ষড়যন্ত্রের সুযোগ নিতে পারে। সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের দিয়ে একটি চক্রান্ত তৈরি করতে চেয়েছিল, কিন্তু জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের ফলে তা ব্যর্থ হয়েছে।"
ফখরুল আরও জানান, ফ্যাসিবাদকে পরাজিত করতে হয়েছে এবং নব্য ফ্যাসিবাদ যাতে না আসে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, "অন্তবর্তীকালী সরকার একটি নতুন সরকার। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু ঝঞ্জাল সৃষ্টি হয়েছে, তা পরিস্কার করতে হবে।"
মির্জা ফখরুল দেশের প্রতিটি এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করার নির্দেশ দেন এবং বলেন, "সংখ্যালঘুরা আমাদের আমানত, তাদের প্রতি খেয়ানত করা যাবে না।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমেদ আজম খান, ড. আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামসহ অন্যান্য নেতাকর্মীরা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: