
বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী জেমস যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জমকালো গানের আসরে দর্শক মাতালেন। ঢালিউড, টালিউড, বলিউড মাতিয়ে এবার হলিউড মাতালেন বাংলাদেশের জনপ্রিয় এ কণ্ঠশিল্পী।
ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তি জেমস কণ্ঠের জাদুতে মোহিত করলেন শ্রোতাদের। চলচ্চিত্র দুনিয়ার তীর্থভূমি হলিউডে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ২৭ ও ২৮ মে বাংলাদেশ মেলার ওপেন কনসার্টে পারফর্ম করেন নগর বাউলখ্যাত জেমস।
রঙিন মঞ্চে জেমস ১৩টি গান গেয়ে মাতিয়ে তোলে দর্শক হৃদয়। অনুষ্ঠানে সবার শেষে জেমস গাইতে শুরু করেন হিন্দি সিনেমায় গাওয়া তার জনপ্রিয় গান ‘ভিগি ভিগি’। এ গানের সুরের জাদুতে মুহূর্তেই দর্শকরা হারিয়ে যান অন্য জগতে।
অনুষ্ঠানে জেমস দর্শকদের আরও গেয়ে শোনান ‘পদ্ম পাতার জল’, ‘গুরু ঘর বানাইলা কি দিয়া’, ‘মায়ের’ মতো জনপ্রিয় গান। এসব গানে দর্শকরাও গাইতে শুরু করেন নগর বাউলের সঙ্গে।
বাংলাদেশ মেলার ওপেন কনসার্টে জেমসের পাশাপাশি আরও পারফর্ম করেন তানজিন তিশা, সজল নূর, নাজু আখন্দসহ নিউইয়র্কের এক ঝাঁক শিল্পী।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: