• ঢাকা
  • মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ময়মনসিংহে নগর মাতৃসদন ভবন নির্মাণকাজের উদ্বোধনে মেয়র টিটু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১২ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:২৬ পিএম
ময়মনসিংহে স্বাস্থ্যসেবার লক্ষ্যে
মেয়র টিটু'র নগর মাতৃসদন ভবন নির্মাণকাজের উদ্বোধন

মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ: আট লক্ষাধিক জনসংখ্যায় অধ্যুষিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নাগরিকদের বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর মানসম্পন্ন স্বাস্থ্যসেবার লক্ষ্যে ৬ তলা বিশিষ্ট নগর মাতৃসদন ভবন নির্মাণকাজ উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

মঙ্গলবার ( ১১ অক্টোবর)  বিকেলে  নগরীর ১৭ নং ওয়ার্ডের বাঘমারা পানির ট্যাংক সংলগ্ন এলাকায় আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প-০২ এর আওতায় ৯ কোটি ১০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিতব্য এ কম্প্রিহেন্সিভ রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার সেন্টার মাতৃসদনের উদ্বোধন করেন মেয়র। এর নির্মাণকাজ বাস্তবায়ন করছে ময়মনসিংহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

উদ্বোধনকালে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছি। নগর মাতৃসদন নির্মাণের এ প্রকল্পটি বহুল প্রত্যাশিত একটি প্রকল্প। এতে নাগরিক স্বাস্থ্যসেবার ব্যপক পরিবর্তন ঘটবে। এখানে গর্ভবতী নারী, মা-শিশুরা কম খরচে মানসম্মত সেবা পাবে।

এজন্য মেয়র নগর মাতৃসদন নির্মাণের মান নিশ্চিত করার সাথে দ্রুত কাজ সম্পাদন নিশ্চিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে অনুরোধ জানান।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মেয়র আরও বলেন, সিটি কর্পোরেশনের তিনটি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র ও একটি নগর মাতৃসদন ইতোমধ্যে সেবা প্রদান করছে।

নতুন ভবন এ সেবা প্রদানের মানকে আরও বৃদ্ধি করবে।

উদ্বোধন অনুষ্ঠানে প্যানেল মেয়র মোঃ আসিফ হোসেন ডন ও সামীমা আক্তার, ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কামাল খান, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকশানা শিরীন কাজল ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ, মসিকের প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, ময়মনসিংহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image