• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ভান্ডারিয়ায় ডিজিটাল স্থাপন শীর্ষক মতবিনিময় সভা 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:০৭ পিএম
ভান্ডারিয়ায় ডিজিটাল স্থাপন শীর্ষক
মতবিনিময় সভা 

মজিবর রহমান, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়  ডিজিটাল সংযোগ স্থাপন (EDC) শীর্ষক প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউ এন ও) সীমা রানী ধর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) ড. খন্দকার আজিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হুমাউন কবির,উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম।এছাড়াও বক্তব্য রাখেন, পৌর প্রশাসক ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার,উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা,ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড.খন্দকার আজিজুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তির প্রসারের ফলে মানুষের জীবন হয়ে উঠেছে গতিময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বেগবান করতে স্মার্ট বাংলাদেশের রূপকল্প-২০৪১ ঘোষণা দিয়েছিলেন। এ রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে আরো আইটিসি অবকাঠামো নির্মাণ ও ব্যবহার সম্প্রসারণের জন্য ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্প স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। 

বার্তা প্রেরক, মজিবর রহমান। পিরোজপুর 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image