• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আটোয়ারীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৩ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৫৬ পিএম
আইন-শৃংখলা কমিটির মাসিক সভা
আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আটোয়ারী প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন-শৃংখলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম।  সভায় মাদক, চোরাচালান প্রতিরোধ, সামাজিক অবক্ষয়, মাছ ধরতে অবৈধ রিং জালের ব্যবহার,উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজারের জলাবদ্ধতা, বাজারের যানযট নিরসন, আটোয়ারী হতে পল্লীবিদ্যুৎ হয়ে বোদা পর্যন্ত পাকা রাস্তার কাজ বন্ধ থাকায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী,বাই সাইকেল,মোটরসাইকেল সহ জনসাধারণের চরম ভোগান্তি নিয়ে ব্যাপক আলোচনা সহ সিদ্ধন্ত গ্রহণ করা হয়। কমিটির উপদেষ্টা হিসেবে পরামর্শমুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

সভায় আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.মোঃ হুমায়ুন কবীর, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যানগণ, গিরাগাঁও-বালাপাড়া ও বর্ষালুপাড়া বিওপি’র বিজিবি কোম্পনী কমান্ডারগণ, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম.এ মান্নান, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সম্পাদক এ.রায়হান চৌধুরী প্রমুখ।

এ সময় উপজেলা আইন-শৃংখলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যগণও উপস্থিত ছিলেন। সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনস্বার্থে সিদ্ধান্তসমুহ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

ঢাকানিউজ২৪.কম / মোঃ ইউসুফ আলী/কেএন

আরো পড়ুন

banner image
banner image