নিজস্ব প্রতিবেদক : শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা মিছিল সহকারে সমবেত হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ কর্মসূচি পালন করছে সারা দেশে আজ শনিবার। কর্মসূচিতে যোগ দিতে দলে দলে শিক্ষার্থীরা এসে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিচ্ছেন। বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট নিয়ন্ত্রণে নিয়েছেন। বন্ধ করে দেওয়া হয়েছে যানচলাচল।
রাজধানীর বিভিন্ন সড়কে শনিবার (৩ আগস্ট) সকাল থেকেই শিক্ষার্থীদের অবরোধের ফলে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরমে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। থমথমে অবস্থা বিরাজ করছে রাজধানীজুড়ে।
জানা গেছে, রামপুরা, মেরুল বাড্ডা, নতুন বাজার, কুড়িল বিশ্বরোড, যাত্রাবাড়ী, শান্তিনগর, সাইন্সল্যাব, উত্তরা ও মিরপুর-১০ এ অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: