• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে মিথিলা-প্রসেনজিৎ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৮ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:০৯ পিএম
একসঙ্গে মিথিলা-প্রসেনজিৎ
মিথিলা-প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক: কপালে বড় টিপ, সিঁদুর, চুলে হাতখোঁপা আর পরনে ঘরোয়া শাড়ি। এ যেন অন্য এক মিথিলা। চেহারায় ফুটে উঠেছে স্নিগ্ধ, মমতাময়ী মায়ের রূপ। বুকে সদ্যজাত মেয়েকে জড়িয়ে আদর করছেন তিনি। কখনো বা আবার মেয়েকে দোলনায় দোলাচ্ছেন। ‘আয় খুকু আয়’ ছবির শীর্ষ সঙ্গীতে এভাবেই দেখা দিলেন রাফিয়াত রাশিদ মিথিলা।

সম্প্রতি প্রকাশিত এ গানটিতে মিথিলার সঙ্গে দেখা গেছে টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গানটিতে কণ্ঠ দিয়েছেন রণজয় ভট্টাচার্য। এ ছাড়াও গানটির কথা লিখেছেন রণজয় ও অনিন্দ্য চট্টোপাধ্যায়। বাবা-মেয়ের গল্প ‘আয় খুকু আয়’ ছবিতে বাবা-মায়ের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ-মিথিলাকে।

এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো দুই বাংলার জনপ্রিয় দুই তারকা একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন। সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎকে। এ ছাড়াও তাদের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন দিতিপ্রিয়া। আর এ মেয়েকে পরে একা বড় করবেন প্রসেনজিৎ। তবে এর পেছনের রহস্য প্রকাশ করেননি নায়ক।

জানা গেছে, মিথিলা ও দিতিপ্রিয়া দুজনের সঙ্গেই প্রথমবারের মতো কাজ করে দারুণ অভিজ্ঞতা হয়েছে বুম্বাদার।

প্রসেনজিৎ বলেন, প্রচণ্ড শক্তিশালী অভিনেত্রী ওরা। মিথিলা ছোট চরিত্রে অভিনয় করলেও সেটা প্রমাণ করেছেন। ওর আগের কাজ আমি দেখেছি। সত্যিই অনেক প্রতিভাময়ী মিথিলা। ছবিতে ছোট চরিত্রে অভিনয় করলেও দর্শকমনে মিথিলা গভীর ছাপ রেখে যাবেন বলেও আশাবাদী তিনি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image