• ঢাকা
  • শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আসলামুজ্জামানের বিরুদ্ধে তদন্তে কমিটি গঠন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০২ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:০১ পিএম
তারা আরও সময় নিতে পারেন বলে জানান
আসলামুজ্জামানের বিরুদ্ধে তদন্তে কমিটি গঠন

সাকিব আহমেদ  (মানিকগঞ্জ) প্রতিনিধি:  মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হরিরামপুর অভিযোগ কেন্দ্রের সাবেক ইনচার্জ মো. আসলামুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ তদন্তে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মো. আব্দুর রশিদ মৃধা এ তথ্য জানিয়েছেন।

মো. আব্দুর রশিদ মৃধা ঢাকা নিউজ ২৪  কে বলেন, আসলামুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য সিংগাইর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. শফিকুল ইসলামকে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্য হলেন সদর দপ্তরের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম-ওএন্ডএম) সয়ন আলী।

তিনি আরও বলেন, তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে, তদন্তের স্বার্থে প্রয়োজন হলে তারা আরও সময় নিতে পারেন বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১৫ মার্চ বিভিন্ন গণমাধ্যমে  "হরিরামপুরে পল্লীবিদ্যুতের অভিযোগ কেন্দ্রের  ইনচার্জের বিরুদ্ধে নানা অভিযোগ" শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরপরই মো. আসলামুজ্জামানকে হরিরামপুর অভিযোগ কেন্দ্র থেকে ঝিটকা জোনাল অফিসে বদলী করা হয়।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image