• ঢাকা
  • রবিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হরতালের সমর্থনে গণ অধিকার পরিষদের মিছিল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:০৭ পিএম
হরতাল
বিক্ষোভ মিছিল করছে নুরু হক নুরু

নিউজ ডেস্ক: দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখান করে ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে রোববার (১৯ নভেম্বর) দুপুরে গণ অধিকার পরিষদ মিছিল করে। বেলা সাড়ে ১২টার দিকে হরতালের সমর্থনে মিছিল করে বিএনপির আরেক যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চ। পল্টন মেহেরবা প্লাজার সামনে থেকে গণতন্ত্র মঞ্চের মিছিল শুরু হয়ে বিজয় নগর, নাইটিঙ্গেল মোড় ঘুরে প্রেস ক্লাবের সামনে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

এতে বক্তব্য দেন গণতন্ত্র মঞ্চের নেতা বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সাধারণ সম্পাদক জহির উদ্দিন স্বপন। সাইফুল হক বলেন, সরকার সারা দেশে বিরোধীদলের লাখ লাখ নেতাকর্মীকে আসামি করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাস মোকাবিলা করে মানুষ যেভাবে একটা সত্য, ন্যায়ে পথে দাঁড়িয়ে বিরোধীদলের আন্দোলনকে সফল করছে তার জন্য দেশবাসীকে অভিনন্দন জানাই। মানুষ নির্বাচনের তফসিল প্রত্যাখান ও বর্জন করেছে।

জোনায়েদ সাকি বলেন, কত রঙ্গ এই দেশে, এখন দেশে রঙ্গ-তামাশা ছাড়া কিছুই দেখা যায় না। যারা এখন ক্ষমতায় আছে, তারা আবারও ক্ষমতায় থাকত চায় মানুষের ভোট ছাড়া। তারা নির্বাচন করতে চায় একতরফা। বিভিন্ন দল থেকে কিছু লোক ভাগিয়ে নিয়ে এসে, লোভ দেখিয়ে, টাকা দিয়ে একটি দল বানায়। তারপর তাদের নিবন্ধন দেয়। তাদের দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন করে। তিনি বলেন, আবার আমরা দেখেছি অনেকে বলে, ৪৪ দলের অর্ধেকের বেশি নির্বাচনে অংশ নিচ্ছে। তাহলে দেশ দুই ভাগ হয়ে আছে। কত যুক্তি, কত বুদ্ধিজীবী টকশোতে আসে রঙ্গ-তামাশা করতে। কারণ দেশের শাসকরা যখন রঙ্গ-তামাশা করে, তখন বাকিদের আর কি অবস্থা হবে। লুটপাট, ভোট ডাকাতি হচ্ছে এই সরকারের একমাত্র কাজ। এই সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে ভোট ডাকাতি করতে চায়, তাই করছে গত তিনটি নির্বাচনে।

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image