
শেরপুর প্রতিনিধি: শেরপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট শেরপুর জেলা শাখা। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে জেলা প্রশাসক চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক মাওলানা মো. রেজাউল করিম।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, যুগ্ন আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, মো. আবদুল আল মামুন, আব্দুল মান্নান, আব্দুর রশীদ, কামাল হোসেন, সোলাইমান আহমেদ, হারুন অর রশিদ প্রমুখ।
বক্তরা বলেন, তারা দীর্ঘ দিন যাবত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় শিক্ষকতা করে আসছি। কোন বেতন ভাতা পাই না, খুবই মানবেতর জীবন যাপন করে আসছেন। দ্রুত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: