মো. রফিকুল ইসলাম
চল বন্ধু, চল স্বজন, হর্ষে করি বর্ষবরণ;
করি শপথ, করি পণ, সবে মিলে হই আপন ।
দেশ-জনতার হিতে যেন- হয় নিবেদন দেহ-মন !
মন্দ যত বাদ দিয়ে আজ, শুভতে হোক পদার্পণ।
অতীতের সব দু:খ ভুলে- করি সুখে দিন-যাপন !
লেখক: সহকারী অধ্যাপক, সুসং সরকারি মহাবিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোণা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: