• ঢাকা
  • রবিবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ঢাকায় ভূমিকম্প হলে উদ্ধারকাজ চালানোর অবকাঠামো নেই : স্থানীয় সরকারমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:২৭ এএম
ঢাকায় ভূমিকম্প হলে উদ্ধারকাজ চালানোর অবকাঠামো নেই
স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার অনেক এলাকায় ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ হলে উদ্ধারকাজ চালানোর মতো পর্যাপ্ত অবকাঠামো ও সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। 

সোমবার (১৫ মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত 'ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা, গণমাধ্যমের করণীয়' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ভূমিকম্প প্রতিরোধের কোনো প্রযুক্তি নেই। ফলে অতীতেও ভূমিকম্প হয়েছে, ভবিষ্যতেও  হবে। এ ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে, যে কোনো ভবন বা অবকাঠামো তৈরির সময় তা ভূমিকম্প-সহনীয় ও জাতীয় বিল্ডিং কোড মেনে নির্মাণ করা। তবে রাজধানী ঢাকার অনেক এলাকায় ভূমিকম্প-পরবর্তী উদ্ধারকাজ চালানোর মতো অবকাঠামো ও সুযোগ নেই। সময় থাকতে আমাদের এই বিষয়ে সচেতন হতে হবে।


তাজুল ইসলাম বলেন, তুরস্ক ও সিরিয়ার সাম্প্রতিক ভূমিকম্পের ফলে নগরবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত ঢাকা শহরে ভূমিকম্পের আশঙ্কায় বেশ উদ্বিগ্ন রয়েছেন। সেখানে প্রশস্ত রাস্তা ও উন্মুক্ত স্থান ছিল বলে মানুষ ভূমিকম্পের সময় নিরাপদ আশ্রয় পেয়েছিল। এ কারণে খুব কম মানুষের প্রাণহানি হয়েছে। ঢাকায় সে বাস্তবতা কতটুকু রয়েছে, তা জনগণের সামনে প্রতিনিয়ত তুলে ধরা, জনসচেতনতা তৈরি এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জন্য জনমত তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেলের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন রাজউকের চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, স্থপতি ইকবাল হাবিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আলী আহম্মেদ খান ও ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image