
ডেস্ক রিপোর্টার: করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় এ জেলায় ৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৮ জন। আক্রান্তের হার ৩৬ দশমিক ৫৪ শতাংশ।
চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, সোমবার (২৪ জানুয়ারি) ১২টি ল্যাবে ৩ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় এক হাজার ৩৪৮ জন। মারা যায় তিনজন। নতুন আক্রান্তদের মধ্যে ৯১৯ জন নগরের এবং ৪২৯ জন্য বিভিন্ন উপজেলার বাসিন্দা।
নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাবে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে চট্টগ্রামে। এ অবস্থায় সার্বক্ষণিক স্বাস্থ্যবিধি-নিষেধ মেনে চলার নির্দেশ দিয়েই যাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
উপজেলায় শনাক্তদের মধ্যে সর্বোচ্চ ৫৯ জন ফটিকছড়িতে। এ ছাড়া লোহাগাড়ায় ১৮, সাতকানিয়ায় ১৬, বাঁশখালীতে ১৩, আনোয়ারায় ৩০, চন্দনাইশে ২১, পটিয়ায় ৩৮, বোয়ালখালীতে ৩৪, রাঙ্গুনিয়ায় ৪১, রাউজানে ৪০, হাটহাজারীতে ৫০, মিরসরাইয়ে ৪০, সীতাকুণ্ডে ১৭ ও সন্দ্বীপ উপজেলায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ১৩ হাজার ৪৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের ৮২ হাজার ৭৮০ জন, বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: