
নিউজ ডেস্ক: অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে রোবটিক্সের প্রতি আগ্রহী করে তোলার মধ্য দিয়েই শেষ হলো চতুর্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২১। গত ২৩ অক্টোবর বিকালে এ অলিম্পিয়াডের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
গত ১৬ থেকে ২৭ সেপ্টেম্বর তারিখে অনলাইনেই এ অলিম্পিয়াড আয়োজিত হয়। অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে ২২ অক্টোবর থেকে দুইদিনব্যাপী আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কম্পিউটার সার্ভিসেস লিমিটেডে আয়োজিত ৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) জনাব মোহাম্মদ এনামুল কবির।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহিদ-উল-মুনীর, কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক মমলুক ছাবের আহমেদ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: