• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক ময়মনসিংহ বিভাগীয় সেমিনার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৩ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:৩৮ পিএম
দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক ময়মনসিংহ বিভাগীয় সেমিনার
দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: দেশের টেকসই উন্নয়নে দক্ষ জনশক্তির কোন বিকল্প নেই। তাই বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক কর্মমুখী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের সুশিক্ষিত হতে হবে। কারিগরি শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, প্রায়োগিক শিক্ষা প্রদান, ফেল প্রথা বিলুপ্ত করে ই-গ্রেড প্রদান পূর্বক বিবিধ পেশায় দক্ষতা উন্নয়ন
কোর্স প্রদান, কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানসহ প্রয়োজনীয় বিভিন্ন বিষয় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন সেমিনারে বক্তাগণ।

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাসপ্তাহ উপলক্ষে ময়মনসিংহ বিভাগে দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইন্ডাস্ট্রি - ইনস্টিটিউট লিংকেজ বৃদ্ধি শীর্ষক অনুষ্ঠিত সেমিনারে বিভিন্ন বক্তাগণ এসব তথ্য তুলে ধরেন।

সোমবার ১৩ জুন সকালে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন । ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ শওকত হোসেনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের পরিচালক ড. উম্মে আফছারী জহুরা ( উপ-সচিব),  অতিরিক্ত জেলা প্রশাসক  (শিক্ষা ও আইসিটি) মোঃ শফিকুল ইসলাম, গণসাহায্য সংস্থা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের স্কিল এন্ড ট্রেনিং কো- অর্ডিনেটর মোঃ হাসান ইমাম খান, কারিগরি প্রক্ষিণ কেন্দ্র (টিটিসি) ময়মনসিংহের অধ্যক্ষ মোঃ মাহতাব উদ্দিন, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক নাছিমা আক্তার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, অধ্যক্ষ মোঃ জাকির হোসেন আকন্দ প্রমুখ।

সেমিনারে অংশগ্রহণ করেন বিভাগের চার জেলা ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট  প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান প্রধান ও প্রতিনিধিসহ গণমাধ্যমের সদস্যবৃন্দ।

এরআাগে সকালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাসপ্তাহ-২০২২ উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুল রেজা বিশ্বাস উদ্বোধন করেন।  শোভাযাত্রাটি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বের হয়ে
নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ঢাকানিউজ২৪.কম / মো. নজরুল ইসলাম/কেএন

আরো পড়ুন

banner image
banner image