• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পুলিশ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:০৮ পিএম
সেটা নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি
পুলিশ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক:  বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতায় সারাদেশে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আন্দোলনে এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ৪০০ এর উপরে ছাত্র-জনতা দৃষ্টিশক্তি হারিয়েছেন। অনেকের এক চোখ অন্ধ হয়ে গেছে, অনেকে দুই চোখেরই দৃষ্টিশক্তি হারিয়েছেন।

নূরজাহান বেগম বলেন, দৃষ্টিহীনদের চিকিৎসা দিতে ‘সেবা ফাউন্ডেশন’ নামে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। যাদের চোখে সমস্যা হয়েছে তাদের তালিকা ওই প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। তারা বলেছে- যত শিগগিরই সম্ভব চিকিৎসার জন্য দেশে ডাক্তার নিয়ে আসবে। ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও দিনাজপুরে তাদের চিকিৎসা হবে।

তিনি আরও বলেন, সংঘর্ষের সময় পায়ে আঘাত পেয়েছেন এমন ব্যক্তিদের চিকিৎসার বিষয়েও কথাবার্তা হচ্ছে। 

উপদেষ্টা বলেন, অনেকে পায়ে আঘাত পেয়েছেন, অনেকের পা কেটে ফেলতে হয়েছে। আমরা বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে কথা বলছি, বিশ্বব্যাংকের সঙ্গেও আমাদের কথা হয়েছে। যেন সুচিকিৎসার জন্য বিদেশ থেকে ডাক্তারদের টিম নিয়ে আসা যায়। সেটা নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি।

এ সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক শেখ মো. রেজাউল হায়দারসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / এইচ

আরো পড়ুন

banner image
banner image