
ডেস্ক রিপোর্টার : ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ১৭ জুলাই। উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১ জুন) ইসি সচিব মো. জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, এ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল ১৫ জুন, যাচাই-বাছাই ১৮ জুন এবং মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৫ জুন পর্যন্ত।
চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়। গত ১৫ মে স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: