• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আন্দোলনের ঐকমত্য বিএনপি-জাতীয় পার্টির একাংশ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৩ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:২১ পিএম
আন্দোলনের ঐকমত্য
বিএনপি-জাতীয় পার্টির একাংশ

নিউজ ডেস্ক : বিএনপি ও জাতীয় পার্টি (কাজী জাফর) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুকে অগ্রাধিকার দিয়ে ‘যুগপৎ’ আন্দোলনের লক্ষ্যে ঐকমত্যে পৌঁছেছে।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে জাতীয় পার্টির সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শেষে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার বিষয়ে জাতীয় পার্টির সঙ্গে একমত হয়েছে বিএনপি। সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দিতীয় দফায় সংলাপ শুরু করেছে বিএনপি।

এরই ধারাবাহিকতায় সোমবার সকালে জাতীয় পার্টির সঙ্গে সংলাপ করে বিএনপি। সংলাপে বিএনপির পক্ষ থেকে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেন সংলাপে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image