
নিউজ ডেস্ক: ইসরায়েলকে সহায়তা দিতে মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
রোববারই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলে আমেরিকান জাহাজ ও যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন, যা স্পষ্ট ইঙ্গিত দেয় যে হামাসের হামলার মুখে মিত্র দেশ (ইসরায়েল) আমেরিকার সমর্থন 'অটুট'।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন বলেছে, তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং মিত্র যুদ্ধজাহাজকে পূর্ব ভূমধ্যসাগরে পাঠাচ্ছে, পাশাপাশি ওই এলাকায় ফাইটার এয়ারক্রাফট স্কোয়াড্রনের সংখ্যাও বাড়াচ্ছে।
এদিকে হামাসের হামলায় বেশ কয়েকজন আমেরিকান নাগরিক মারা গেছে। তবে তাদের সংখ্যা নিশ্চিত করেনি কোনো পক্ষ।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: