
রিপন সরকার, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে ৯ দিনব্যাপি ইন্টারন্যাশনাল কমিটি অফ রেডক্রস (ICRC)’র কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গত কাল মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলা পুলিশ কনফারেন্স রুমে ইন্টারন্যাশনাল কমিটি অফ রেডক্রস (ICRC)’র উদ্যোগে ৯ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিএম বলেন “ICRC শুরু থেকেই বিভিন্ন ধরনের সহিংসতায় আহত ভিকটিমদের নিয়ে কাজ করে আসছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণের মাধ্যমে তারা ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল’ প্রমোট করে আসছে। উক্ত প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রাপ্ত পুলিশ সদস্যদের দক্ষতাকে আরো বৃদ্ধি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত।
প্রশিক্ষণ কর্মসূচিতে জেলা পুলিশের কনস্টেবল এবং এএসআই পদমর্যাদার চারশত পুলিশ সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (,সদর সার্কেল) জিনিয়া চাকমা, আইসিআরসির প্রোগ্রাম অফিসার মশিউর রহমান, আইসিআরসি প্রশিক্ষক মিজ ফারজানা ইয়াসমিন, সহ জেলা পুলিশের বিভিন্ন পদস্থ কর্মকর্তা বৃন্দ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: