
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে দুই সহোদরকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দন্ডাদেশ দেন
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
সোমবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে একটি টিম গৌরীপুরের রামজীবনপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ৪০০ গ্রাম গাজা সহ দুই সহোদরকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে দন্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্ত দুই সহোদর হলেন রামজীবনপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী ফকিরের দুই ছেলে রঞ্জু ফকির (৪০) ও আজিজুল হক (৩৭)। রঞ্জু ফকিরকে ৮ মাস কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড এবং আজিজুল হককে ৩ মাস কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, দন্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত গাঁজা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: