ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় জেলা পরিসদ সদস্যের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন দখল করে রাখা প্রায় ৩২বিঘা জমি সরকার পতনের পর উদ্ধার করেছে একটি পরিবার।ঘটনাটি ঘটেছে উপজেলার হবিরবাড়ী এলাকায়। দলীয় প্রভাব খাটিয়ে জেলা পরিষদের সদস্য মোস্তফা কামাল জসিম উদ্দিন গংদের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন দখলে রাখার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি আওয়ামিলীগ সরকারের পতনের পর ওই জমি পূনরায় দখলে নিয়েছেন তারা।
ওয়ারিশ সূত্রে জমির মালিক হালিমা খাতুন জানান আমরা বুঝমান হয়ে জানি এটা আমাদের জমি কিন্তু জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা প্রভাব খাটিয়ে আমাদের জমি দীর্ঘদিন দখল করে রাখছে আমরা এখন তা উদ্ধার করি।
অপরদিকে ওই জমির ক্রয়সুত্রে মালিকানা দাবী করে প্রশাসনের কাছে আইনী সহায়তা চেয়েছেন জেলা পরিষদের সদস্য মোস্তফা কামাল। তিনি আরোও বলেন আমি কারো জমি দখল করিনি ক্রয় সূত্রে আমি জমির মালিক পটপরিবর্তন হওয়ায় আমার জমি তারা দখল করে নিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান জানান জেলা পরিষদের সদস্য মোস্তফা কামালের পক্ষে জমি দখলের বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছেন। লিখিত অভিযোগ পেলে দু'পক্ষকে ডেকে সমাধানের আশ্বাসও দিয়েছেন এই কর্মকর্তা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: