• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ভারতে তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র নিয়ে চলচ্চিত্র উৎসব 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৫১ পিএম
তানভীর মোকাম্মেলের
ভারতে প্রামাণ্যচিত্র নিয়ে চলচ্চিত্র উৎসব 

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেলের চারটি প্রামাণ্যচিত্র নিয়ে আগামী ১২ই অক্টোবর থেকে ১৫ই অক্টোবর ভারতের কর্ণাটকের “ওয়াদিয়া সেন্টার”-য়ে একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। এ উৎসবে তানভীর মোকাম্মেলের “বনযাত্রী”, “অয়ি যমুনা”,“জাপানী বধূ” ও “কর্ণফুলীর কান্না” প্রামাণ্যচিত্রগুলি প্রদর্শিত হবে। উৎসবের শেষ দুই দিন পরিচালক তানভীর মোকাম্মেল উপস্থিত থেকে দর্শকদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন।

এরপর বাঙ্গালোরে “বাঙ্গালোর ইন্টারন্যাশনাল সেন্টার”-য়ে ১৭ই অক্টোবর তানভীর মোকাম্মেলের কাহিনীছবি “জীবনঢুলী” প্রদর্শিত হবে এবং চলচ্চিত্র প্রদর্শনীর পরে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়াও ১২ই অক্টোবর তানভীর মোকাম্মেল “নাইনটিন ফোরটি সেভেন পার্টিশন ইন মাই ফিল্মস্” শিরোনামে “ক্রিস্ট ইউনিভার্সিটি”-তে একটি বক্তৃতা প্রদান করবেন এবং ১৮ই অক্টোবর “ক্রিস্ট ইউনিভার্সিটি”-তে ওঁর প্রামাণ্যচিত্র “সীমান্তরেখা” প্রদর্শিত হবে।

এসব অনুষ্ঠানে অংশ নিতে তানভীর মোকাম্মেল ১১ই অক্টোবর বাঙ্গােলোর যাবেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image