• ঢাকা
  • রবিবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ১০ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে উঠে পড়ে লেগেছে : আইনমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:২৫ পিএম
বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে উঠে পড়ে লেগেছে
আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক

নিউজ ডেস্ক : আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যদি কেউ ব্যাহত করার চেষ্টা করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী মুখে বুড়ো আঙ্গুল দিয়ে বসে থাকবে না । বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করার জন্যে উঠে পড়ে লেগেছে বলেও তিনি বলেন। আমরা তাদের ষড়যন্ত্র কোনো ভাবেই সফল হতে দেবো না।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে পৌর আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘আমরা পাকিস্তান আর্মির তেলেসমাতি দেখেছি। তাদের তেলেসমাতি আর কি দেখবো। তারা কি তেলেসমাতি দেখাবেন। 

জনগণকে বিএনপি-জামায়াতের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সকল ষড়যন্ত্র প্রতিরোধ করতে হবে।

সভায় পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল্লাহ ভূঁইয়া বাদল এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ আওয়ামী লীগ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image