
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর জেলার ভাঙা থানার ডোলকুন্ডি গ্রামের প্রবাসী লোকমান হোসেন মাতব্বরকে হত্যার হুমকিসহ তাঁর বাড়ীর সামনে প্রাচীর নির্মাণের পাঁয়তারার খবর পাওয়া গেছে। স্থানীয় সুত্রে জানা গেছে, লোকমান দীর্ঘ ২৩ বছর যাবৎ লন্ডনে থাকেন। তিনি ব্রিটিশ নাগরিক। ৪/৫ বছর আগে তিনি তার চাচা কালু ডাক্তারের মতামত নিয়ে তাঁর পৈত্রিক বাড়িতে একটি বিল্ডিং নির্মাণ করেন। বিল্ডিং নির্মাণের সময় উভয়ের মধ্যে সামঞ্জস্য রেখে বিল্ডিং নির্মাণ করার কথা হয়েছিল। কিন্তু চাচা কালু ডাক্তার প্রতিহিংসা বসত: লোকমান হোসেনের বিল্ডিং এর সামনে গিয়ে একটি বিল্ডিং করেন। যার ফলে লোকমান হোসেনের বিল্ডিংটি পিছনে পরে যায় এবং বাহির থেকে বিল্ডিংটি দেখা যায় না।
চাচার এই নিষ্ঠুর ও অমানবিক কর্মকান্ডে লোকমান হোসেন মনে কষ্ট পেয়ে তার ঘরের পাশ দিয়ে একটি প্রাচীর নির্মান করেন যেন চাচা কালু ডাক্তারের বিল্ডিং তার বিল্ডিং থেকে দেখা না যায়। এ অবস্থায় তার চাচা ক্ষিপ্ত হয়ে লোকমান যাহাতে তার বাড়ী থেকে বের হতে না পারে এই জন্য বাড়ীর সামনে দিয়ে একটি প্রাচীর নির্মাণের পাঁয়তারা করছে।এ প্রাচীর নির্মিত হলে শুধু লোকমান নয় এলাকার বহু লোকের যাতায়াতের মারাত্মক ক্ষতি হবে। কালু ডাক্তার একজন উগ্র ও সন্ত্রাসী প্রকৃতির লোক। তিনি এলাকায় দালালী ব্যাবসা করে এলাকার শতশত লোকের টাকা আত্মসাৎ করে জেল খেটেছেন বলে এলাকাসূত্রে জানা গেছে। শুধু তাই নয় কালু ডাক্তারের কর্মকান্ড সম্পর্কে নাম প্রকাশ না করার শর্তে এলাকার একজন প্রবীন ব্যক্তি বলেন- তিনি এতটাই জঘন্য যে, তার ভাইবোনদের সকল সম্পত্তি তার স্ত্রীর নামে লিখে নিয়েছেন। বর্তমানে তার অন্যান্য ভাই-বোন অসহায় জীবন যাপন করছেন। যাহা নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ।
লোকমানের পারিবারিক সূত্রে জানা গেছে, কালু ডাক্তার ও তার দুই ছেলে লোকমানকে ফোনে হুমকী দিয়ে বলেছে যে, লোকমান দেশে আসলে তাকে হত্যা করা হবে এবং তার বাড়ীর সামনে প্রাচীর নির্মাণ করবে যাতে বাড়ী থেকে কেউ বেরিয়ে আসতে না পারে। এব্যাপারে লোকমান ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছেন। আমাদের প্রতিনিধিকে লোকমান জানান অতিশিঘ্রই আমি বৃটিশ অ্যাম্বাসির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকল আইন প্রয়োগকারী সংস্থার নিকট এ সংক্রান্তে এবং আমার জীবনের নিরাপত্তার জন্য আবেদন করবো।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: