• ঢাকা
  • সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পঞ্চগড়ে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১০ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:৫৭ পিএম
পঞ্চগড়ে সংখ্যালঘুদের উপর
হামলার প্রতিবাদে মানববন্ধন

শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় প্রতিনিধি : সংখ্যালঘু মন্ত্রনালয় গঠন,সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগঠিত সব ধরনের হামলা প্রতিরোধে কঠোর আইন প্রনয়ন ও বাস্তবায়ন ও সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দসহ ৮ দফা দাবীতে পঞ্চগড়ে সনাতন ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সারাদেশে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর অত্যাচার, মন্দির ভাংচুর, বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটসহ সকল প্রকারের নির্যাতনের সাথে জড়িত সকল দুষ্কৃতকারীদের সর্বোচ্চ শাস্তি, সংখ্যালঘুদের আর্থিক ক্ষতিপ‚রন ও সামগ্রিক নিরাপত্তা ও সামগ্রিক ভাবে নিরাপত্তা নিশ্চত করার জন্য প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মস‚চি পালন করা হয়েছে। 

পঞ্চগড় সনাতন ছাত্র জনতা এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সুভাষ চন্দ্র রায়, ননী গোপাল ভৌমিক, পরেশ বর্মন, দীপু রায় ও অমিক বনিক,লিখন বনিক,সাধব দত্ত, ধরণীকান্ত। 
বক্তরা বলেন, আমরা এদেশের নাগরিক। এদেশ থেকে আমরা অন্য কেন দেশে যাবো না। আমাদের সাথে আর কোন অমানবিক আয়োজন না করা হয়। সংখ্যালঘুদের পর কেন হামলা করা হচ্ছে। আমরাও তো দেশ স্বাধীন করেছি তাহলে কেন আমাদের উপর হামলা করা হবে। কেন আমাদের বাড়িঘর ভাংচুর করে জ্বালিয়ে দেয়া হবে। আমাদের উপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমাদের জন্য পৃথক মন্ত্রনালয়সহ ৮ দফা দাবী বাস্তবায়ন করতে হবে। দাবী মানা না হলে লাগাতার আন্দোলনের হুশিয়ারি দেন তারা। 
পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে আবার সেখানে এসে কিছুক্ষণ সড়ক অবরোধ করে। এ সময় সড়কের উভয় পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে।  

সাম্প্রতিক ঘটনায় পঞ্চগড়ের কোথাও সংখ্যালুঘুদের বাড়িঘর ও ধর্মীয় স্থাপনায় হামলা লুটপাট ও অগ্নিকান্ডের ঘটনার খবর পাওয়া যায়নি। তবে কয়েকজন সংখ্যালঘু আওয়ামী লীগ নেতার বাড়ি ঘরে হামলার খবর পাওয়া গেছে। # 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image