
নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা এলাকায় ইফতার নিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল গফিরন নেছা নামে এক বৃদ্ধা নারীর।
মঙ্গলবার বিকেলে উপজেলার বাউরা মাদ্রাসার পাশে রেল গেট এলাকায় এ দূঘর্টনা ঘটে। গফিরন নেছা ওই উপজেলার নবীনগর ৬ নং ওয়ার্ডের মৃত শহর উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে।
বাউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাবিউল হক মিরন জানান, গফিরন নেছা বাউরা বালিকা বিদ্যালয় থেকে এক সেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ (ইফতার) নিয়ে রেল লাইনের ধার দিয়ে বাড়ি ফিরছিলো। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারী স্থলবন্দর গামী করতোয়া ত্রক্সপ্রেস নামক ট্রেনটি তাকে ধাক্কা দিলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: