
মিজানুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার ঠাকুরপুর সীমান্ত থেকে আড়াই কোটি টাকা মূল্যের ১১টি সোনার বার জব্দ করেছে বিজিবি। বুধবার ০১ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া সাতটার দিকে বারগুলো জব্দ করে বিজিবি সদস্যরা।
চুয়াডাঙ্গার ৬ বিজিবি ক্যাম্পের অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নিস্তার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার ৬ বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তি এলাকা থেকে দুকিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর গ্রামের একটি আমবাগানে ওৎ পেতে ছিল।
এসময় বাইসাইকেল চালিয়ে এক ব্যক্তিকে ভারতের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করে। বাইসাইকেলে থাকা লোকটি তার কাছে থাকা একটি কাপড়ের ব্যাগ ও বাইসাইকেলটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই ব্যাগ তল্লাশি করে বিজিবি সদস্যরা তিন কেজি ৭৪০ গ্রাম ওজনের ১১টি সোনার বার ও একটি বাইসাইকেল জব্দ করে। যার আনুমানিক মূল্য দুই কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৫৮৯ টাকা।
তিনি আরো জানান, জব্দ করা সোনার বার দর্শনা থানায় জমা দিয়ে নায়েব সুবেদার আবুল কালাম আজাদ বাদী হয়ে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ঠাকুরপুর গ্রামের মৃত লুৎফর বিশ্বাসের ছেলে মোস্তাফিজুর রহমানকে পলাতক আসামি হিসেবে দেখিয়ে মামলা দায়ের করেছেন।
ঢাকানিউজ২৪.কম / মিজানুর রহমান
আপনার মতামত লিখুন: