• ঢাকা
  • রবিবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ফেনী জেলায় নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:২১ পিএম
ফেনী জেলায়
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : ফেনী জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন ফেনী জেলার নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

গতকাল মঙ্গলবার দুপুরের দিকে শহরের পুলিশ সাইন্সের ড্রিল শেডে আয়োজিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফেনী জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান  বলেন, আমার প্রথম দায়িত্ব হচ্ছে ফেনীবাসীর নিরাপত্তা বিধান করা। এজন্য আমি পুলিশ সুপার হিসেবে আমার টিমের সকল সদস্যদের নিয়ে ফেনী জেলার সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।

এসময় নবাগত ফেনী জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান আরও বলেন, আমরা রাষ্ট্রের আইন ও বিধিবিধানের মধ্যে ‍দিয়ে ফেনীর প্রত্যেকটা ক্ষেত্রকে সম্মান জানাতে ও সম্মান রাখতে চাই। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে জিরো টলারেন্স। পুলিশ এবং সাংবাদিকদের কাজে অনেক মিল রয়েছে। তাই  আমরা সাংবাদিকদের সাথে সমন্বয় করে জনকল্যাণ কাজ করতে পারবো।

এছাড়াও গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং জেলার আইনশৃঙ্খলা রক্ষা, জঙ্গিবাদ, মাদক নিয়ন্ত্রণ, সাইবার কিলিং, কিশোর গ্যাং প্রতিরোধ, যানজট নিরসন ও সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জন করে পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এর আগে ফেনী জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে উক্ত মতবিনিময় সভা শুরুতে জেলার কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে পরিচিতি ও কুশল বিনিময় করেন নবাগত এ পুলিশ সুপার। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image