• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিরামপুরে রাজহাঁস চুরির অপরাধে কারাদন্ড মালিকের নিকট রাজহাঁস হস্তান্তর


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৩৯ পিএম
রাজহাঁস চুরির অপরাধে কারাদন্ড
রাজহাঁস হস্তান্তর

রেজোওয়ান আলী বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুর বিরামপুরে রাজহাঁস চুরির অপরাধে কারাদন্ড ও মালিকের নিকট রাজহাঁস প্রদানের সংবাদ জানা যায়। আজ (৩ সেপ্টেম্বর) দিনাজপুর বিরামপুর উপজেলায় রাজহাঁস চুরির অপরাধে উপজেৃলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার আবু সাঈদ (৩৫) নামে এক যুবককের ৩ মাসের কারাদণ্ড উদ্ধার কৃত রাজহাঁসটি হেফাজতে নেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আবু সাঈদ নবাবগঞ্জ উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের শওগুন খোলা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। উক্ত বিষয়ে পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার হরেকৃষ্টপুর গ্রামের গোলাম সারোয়ারের স্ত্রী রেশমা খাতুনের রাজহাঁসের একটি দল ছিল। সেই রাজহাঁস গুলো মাঠে চরছিল।

গত শুক্রবার বেলা আনুমানিক ০২ঃ৩০ মিনিট সময়ে নবাবগঞ্জ উপজেলার শওগুন খোলা গ্রামের আবু সাইদ নামের ব্যক্তি উক্ত রাজহাঁসের দল থেকে একটি রাজহাঁস চুরি করে নিয়ে বিরামপুর ঢাকা মোড়ে হয়ে যাওয়ার সময় জনসাধারণের বাধার সম্মুখীন হন। জনসাধারণ জানতে চান এই রাজহাঁস কোথা থেকে নিয়ে আসা হয়েছে,উপযুক্ত প্রমাণ না দিতে পারায় সন্দেহ হলে স্হানীয় জনসাধারণ থানায় থানায় সংবাদ প্রদান করেন। এমন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানা পুলিশ ঢাকা মোড় ঘটনাস্হলে উপস্থিত হন।

এমতাবস্থায় বিরামপুর থানা পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে উক্ত বিষয় টি অবগত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার ঢাকা মোড় ঘটনাস্হলে উপস্থিত হন। উক্ত ঘটনার বিষয়ে সকল কিছু তদন্ত সাপেক্ষে রাজহাঁস নিয়ে আসা ব্যক্তি চোর হিসাবে গণ্য হয়। উক্ত রাজহাঁস চোর আবু সাঈদ কে ভাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার। উক্ত রাজহাঁসটি জব্দ করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে আজ শনিবার ৩রা সেপ্টেবর বৈকাল ৬টার সময় উক্ত রাজহাঁস মালিকের নিকট হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image