
ডেস্ক রিপোর্টার : কৃষিমন্ত্রী ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষির আধুনিকায়নে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা করা জরুরি।
বুধবার (৩১ মে) দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার (ইউডব্লিউএ) যৌথ উদ্যোগে এগ্রিবিজনেস সেন্টার অব এক্সিলেন্স-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষিমন্ত্রী।
ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ইনস্টিটিউট অব এগ্রিকালচারের সহযোগিতায় এনএসইউ'র স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের অর্থনীতি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক। এতে এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইয়াসমিন কামালও উপস্থিত ছিলেন।
নতুন কেন্দ্রটির লক্ষ্য কৃষি ব্যবসা গবেষণায় শ্রেষ্ঠত্ব অর্জন এবং এর ফলাফলগুলোকে ব্যবহারিক কাজে লাগানো।
তিনি বলেন, আমাদের দেশেও কৃষি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানো হচ্ছে। শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হয়ে কৃষিতে বিপ্লব ঘটাচ্ছে। অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশের জ্ঞান, অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা আমাদের কৃষিতে অবদান রাখবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর ও ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অনারারি সিনিয়র রিসার্চ ফেলো অধ্যাপক নজরুল ইসলাম। তিনি এগ্রিবিজনেস সেন্টার অব এক্সিলেন্স-এর নেয়া প্রথম উদ্যোগ ‘অ্যাসেসিং অ্যাডাপশন অ্যান্ড ডিফিউশন অব এগ্রিকালচারাল ইনোভেশন ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করেন।
অধ্যাপক নজরুল তার ব্যতিক্রমী কাজের জন্য কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) পুরস্কার পেয়েছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ভাইস চ্যান্সেলর অধ্যাপক অমিত চাকমা, ইউনিভার্সিটি অব নটরডেমের কমিউনিকেশনস এনগেজমেন্টের উপ-উপাচার্য অধ্যাপক ডেভিড হ্যারিসন, কার্টিন ইউনিভার্সিটির সাউথ এশিয়ার ডিন ইন্টারন্যাশনাল অধ্যাপক অভিজিৎ মুখার্জি, এডিথ কাওয়ান ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল বিজনেস অপারেশনসের ডিন মার্কো রেমস, মারডক ইউনিভার্সিটির আঞ্চলিক ব্যবস্থাপক (দক্ষিণ এশিয়া) অধ্যাপক অর্জুন সিং এবং অস্ট্রেলিয়া সরকারের ডিপার্টমেন্ট অব ট্রেনিং অ্যান্ড ওয়ার্কফোর্স ডেভেলপমেন্টের সার্ভিস ডেলিভারির এক্সিকিউটিভ ডিরেক্টর ব্র্যাড জলি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: