
শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : বাংলাদেশ তাঁতী লীগ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা এবং পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে। রানা আহমেদ কুদ্দুসকে সভাপতি ও আশরাফুল আলম রিয়াদকে সাধারণ সম্পাদক করে উপজেলা শাখার আংশিক কমিটি এবং মাসুদ করিম সোহাগকে সভাপতি ও ইমরান হাসান প্লাবনকে সাধারণ সম্পাদক করে পৌর শাখা কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (২৬ মে) এ কমিটি অনুমোদন করেন জেলা কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম জুয়েল ও সাধারণ সম্পাদক মো. আমানুল ইসলাম জলিল।
উপজেলা কমিটিতে অন্যরা হলে সহ-সভাপতি শাহরিয়ার হোসেন সাদ্দাম, একেএম তাজবিউল হাসান অভি, মো. রেজাউল করিম সুমন, মো. জহিরুল ইসলাম, সেলিম মিয়া, শফিকুল ইসলাম, শহীদুল ইসলাম, বাবুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, মো. রানা খান, মো. ফারুখ বাদশাহ্, অনিক সরকার, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলম, মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহারিয়ার আরিফ, সদস্য আনোয়ার মুন্সি, মো. জাহাঙ্গীর আলম, বাপ্পি চন্দ্র সিং।
পৌর কমিটির অন্যরা হলেন সহসভাপতি সাজ্জাত আল নূর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাগর ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমন আহমেদ, দপ্তর সম্পাদক আলাদিন ইসলাম শান্ত। উভয় কমিটি ৩বছরের জন্য অনুমোদন করা হয়েছে। এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: