• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

টিএসসিতে ত্রাণ কার্যক্রমে ভিন্নতা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ৩১ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:১১ পিএম
টিএসসিতে
ত্রাণ কার্যক্রমে ভিন্নতা

নিউজ ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে বন্যার্তদের ত্রাণ সংগ্রহ এবং বিতরণ কার্যক্রমে নতুন পর্যায়ের ঘোষণা দিয়েছেন। এখন থেকে গণরান্নার উপযোগী পণ্য সংগ্রহকেই প্রাধান্য দিচ্ছেন তারা। টিএসসিতে চলমান থাকছে নগদ টাকা সংগ্রহের কার্যক্রমও।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের কার্যক্রমে শনিবার (৩১ আগস্ট) সকালে আসে কিছুটা ভিন্নতা। দেশের বন্যাদুর্গত প্রত্যন্ত অঞ্চলের জন্য শুকনা খাবার আর কাপড়ের শেষ চালানগুলো তোলা হয় ট্রাকে।

দুর্গত এলাকায় স্থানীয় পর্যায়ে গণরান্নার কর্মসূচি জোরদার করতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবকরা।

বাকি ত্রাণসামগ্রীও সরিয়ে নিয়ে সম্পূর্ণ পরিষ্কার করা হয় টিএসসি। এসব স্থান এবার পূর্ণ করা হবে চাল, ডাল, তেল আর মসলার মতো পণ্যে। 

সকালে ত্রাণ কার্যক্রমের সমন্বয়করা জানান, আর নতুন করে শুকনা খাবার এবং কাপড় নেবেন না তারা। গণরান্নার জন্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শিশু খাদ্য, ট্যানিটারি ন্যাপকিনের চাহিদার কথা জানান তারা।
 
সরেজমিনে দেখা যায়, শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় টিএসসিতে ত্রাণ নিয়ে ছুটে আসেন অনেকে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নিজের সংগ্রহ নিয়ে আসছে শিশুরা।
 
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আশ্রয় কেন্দ্রকে মাথায় রেখে আপাতত গণরান্নার পরিসর বাড়ানোতে স্বেচ্ছাসেবক এবং অর্থ সাহায্যের গুরুত্ব তুলে ধরে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image