• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

৪২ টাকা কেজি দরে চাল কিনবে সরকার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৪০ পিএম
৪২ টাকা কেজি দরে চাল কিনবে সরকার
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

নিউজ ডেস্ক : আসন্ন আমন মৌসুমে ৫ লাখ মেট্রিক টন চাল ও ৩ লাখ টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার জানিয়েছেন, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক । এরমধ্যে ধানের মূল্য প্রতি কেজি ২৮ টাকা দরে এবং প্রতি কেজি চাল ৪২ টাকা দরে কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

আটার দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আটার দাম বাড়ানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। খোলা আটা প্রতি কেজি ১৮ টাকা এবং দুই কেজির প্যাকেট ৪৩ টাকা বহাল রয়েছে।

এর আগে গত বছর আমন মৌসুমে ২৭ টাকা কেজি দরে ধান ও ৪০ টাকা কেজি দরে চাল কিনেছিল সরকার।

আসন্ন বোরো মৌসুমে দেশে সারের কোনো সংকট হবে না জানিয়ে মন্ত্রী বলেন, সার সংকট না হওয়ার বোরো মৌসুমে বোরো ধানের ফলনে কোনো নেতিবাচক প্রভাবও পড়বে না।

এ সময় খাদ্য, বাণিজ্য, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী উপস্থিত ছিলেন।  

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image