• ঢাকা
  • শনিবার, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বছরে চার কোটি টন ধান উৎপাদন হচ্ছে : কৃষিমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৭ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৩৪ পিএম
বছরে চার কোটি টন ধান উৎপাদন হচ্ছে
কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক

নিউজ ডেস্ক : বাংলাদেশে ভাতের কোনো অভাব নেই। দেশে বছরে চার কোটি টন ধান উৎপাদন হচ্ছে বলেছেন, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। দানাজাতীয় খাবারেও আমরা স্বয়ংসম্পূর্ণ।

বুধবার (৭ জুন) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং বিশেষ অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

কৃষিমন্ত্রী বলেন, বছরে ৩ মিলিয়ন থেকে ২২ মিলিয়ন মেট্রিক টন সবজি উৎপাদন হচ্ছে। তবে যাদের কেনার সামর্থ্য নেই, তাদের জন্য সরকার বিশেষ ব্যবস্থা করেছে।

আরও বলেন, নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাবার দেওয়াকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। কারণ মেধার বিকাশ ও সৃজনশীলতা বাড়াতে এর বিকল্প নেই। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাও কাজ করছে।
 
তিনি বলেন, মানুষের আয় বাড়ালে কৃষি বাঁচবে, বিভিন্ন খাতও সমৃদ্ধ হবে। এ ক্ষেত্রে যেকোনো উদ্যোগে খাদ্য মন্ত্রণালয়কে সর্বোচ্চ সহায়তা করবে কৃষি মন্ত্রণালয়। জনগণ পাশে থাকলে আগামী মেয়াদে পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ হওয়াই এ সরকারের লক্ষ্য হবে বলে উল্লেখ করেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ক্ষমতা পাওয়ার পরই গত ১৫ বছরে আমরা আমাদের লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছি। আমরা ২০১৫ সালেই এমডিজির (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা) সব লক্ষ্য অর্জন করেছিলাম, যা সারা পৃথিবীতে প্রশংসিত।

আব্দুর রাজ্জাক বলেন, ২০৩০ সালের মধ্যে আমরা উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার স্বপ্ন দেখছি। মাথাপিছু আয়, শিক্ষা, অর্থনীতি সবকিছুতেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।
 
২০২১ থেকে ২০৪১ সাল পর্যন্ত পরিপ্রেক্ষিত পরিকল্পনা নেয়া হয়েছে। আমরা সারা দেশে বিদ্যুৎ দিচ্ছি। আমরা ২৭০০০ মেগাওয়াটের সক্ষমতা অর্জন করেছি। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image