• ঢাকা
  • শুক্রবার, ১৪ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

'তৃণমূল বিএনপি'র চেয়ারপারসন শমসের, মহাসচিব তৈমুর


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:০৪ পিএম
তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের, মহাসচিব তৈমুর

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক দল হিসেবে সম্প্রতি নিবন্ধন পাওয়া তৃণমূল বিএনপিতে যোগদান করেই শীর্ষ দুই পদে শমসের মবিন চৌধুরী দলটির চেয়ারপারসন ও তৈমুর আলম মহাসচিব নির্বাচিত হন। এছাড়া দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা দলটির এক্সিকিউটিভ চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তৃণমূল বিএনপির প্রথম জাতীয় কাউন্সিলে কাউন্সিলরদের ভোটে স্ব স্ব পদে নির্বাচিত হন তারা। কাউন্সিলে দলটির ২৭ সদস্যের আংশিক কমিটি নির্বাচিত হয়েছে।

এর আগে দুপুর পৌনে ১২টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তৃণমূল বিএনপির এই সম্মেলন শুরু হয়। সেখানে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা (বহিস্কৃত) অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে তৃণমূল বিএনপিতে স্বাগত জানিয়েছেন অন্তরা সেলিমা হুদা।

এসময় অন্তরা সেলিমা হুদা বলেন, তৃণমূল বিএনপি আমার বাবা নাজমুল হুদার স্বপ্ন ছিল। ১৬ ফেব্রুয়ারি তৃণমূল বিএনপি নিবন্ধন পাওয়ার মাত্র ৩দিন পর তিনি ইন্তেকাল করেন। আশা করি বর্তমান কমিটির বলিষ্ঠ নেতৃত্বে দল আরও গতিশীল হবে। তৃণমূল বিএনপি তথা আমার প্রয়াত বাবার দেশ গড়ার স্বপ্নকে আরও এগিয়ে নিয়ে যাবে। 

ঢাকানিউজ২৪.কম / জেডএস

আরো পড়ুন

banner image
banner image