
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অরুণাচল রাজ্যে তুষার ধসের কারণে আটকা পড়া ৭ সেনা সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী।
জানা যায়, তীব্র তুষারপাতের কারণে গত রবিবার অরুণাচলের কামেঙ্গ সেক্টরের উঁচু এলাকায় আটকা পড়েন ভারতীয় সেনাবাহিনীর সাত সদস্য।
এরপর সোমবার ভারতীয় সেনাবাহিনী জানায়, তুষারধসের পর টহলদারি দলের সাত সদস্য নিখোঁজ ছিলেন। কিন্তু মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) জানানো হয় যে, ঘটনাস্থল থেকে সাতজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক টুইটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, অরুণাচল প্রদেশে তুষারধসে ভারতীয় সেনা নিহতের ঘটনায় আমি শোকাহত। আমাদের জাতির জন্য তাদের সেবা কখনই ভুলব না। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: