
নিউজ ডেস্ক: রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়ায় রোববার সূর্যদেবকে পূজা দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে বাঙালহালিয়ায় হাজারো পুণ্যার্থী হাজির হন। পূজা ঘিরে সূর্যব্রত মেলা বসে। মেলায় নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।
প্রতি বছর মাঘী শুক্লা তিথিতে রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের কাঁকড়াছড়ি এলাকায় ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা হয়। রোববার সনাতন ধর্মাবলম্বীরা প্রথমে সূর্যদেবকে পূজা দেন। এরপর ঐতিহ্যবাহী মেলায় অংশ নেন।
কাঁকড়াছড়িপাড়া গ্রামের পাঁচ একর জায়গাজুড়ে মেলায় বিভিন্ন এলাকা থেকে খুচরা দোকানিরা নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন। প্রসাধনী, হস্তশিল্প, বিভিন্ন জাতের শাকসবজি, ফলমূল বিকিকিনি করেন তারা। মেলায় পুতুল নাচসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। দূর-দূরান্ত থেকে শত শত পুণ্যার্থী ছাড়াও নানা সম্প্রদায়ের মানুষ অংশ নেন।
মেলা আয়োজক কমিটির সভাপতি অমরনাথ চৌধুরী জানান, প্রতিবছর মাঘী শুক্লা তিথিতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা সূর্যদেবের পূজা দেন। এ পূজা ঘিরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা হয়। সব বয়সীরা এটি দারুণভাবে উপভোগ করেন।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: